Friday, July 24, 2020

মা দিবস

লেখা - চৌধুরী কামরুল হাসান সৌরভ    
নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কের নাম *মা*
প্রতিটি সন্তানের কাছেই তার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমিও তার বিপরীত নয়। আমার জীবনের সর্বোচ্চ শক্তি এবং অনুপ্রেরণার নাম আমার মা। সেই মা-ই ছোট বেলায় মা হারিয়ে মায়ের ভালোবাসা বিহীন নিষ্ঠুর পৃথিবীতে বড় হয়েছিলো। হয়তো সেই জায়গা থেকেই তার সন্তানদের কয়েক সেকেন্ডের জন্য ও ভালোবাসা থেকে আড়াল করে নি। গত কয়েক বছর কোন কারণ বসত পরিবার থেকে আড়াল আমি। ঠিক সেদিন থেকে আজ অব্দি প্রতি মাসের শুক্রবার নফল রোজা পালন করে আসছেন আমার সফলতার জন্য। আমার এতটুকু জীবনে একজন মাকে দেখেছি যে তার সন্তানের সফলতার জন্য এতটুকু চেষ্টা করে আসছেন। আমার জীবনের প্রতিটি পরিক্ষায় সফল ফলাফলের পিছনেও তার অবদানগুলো আমার থেকেও বেশি। কলেজ লাইফে সয়তানের লিডার ছিলাম। দুই বছরে কখনো পড়ার জন্য বই হাতে নি নাই। ক্লাসের উপস্থিতি বিবেচনা করলে সবার শেষের নামটা আমারই। সয়তানের লিডার ছিলাম বলে সেবার কলেজ থেকে রেড টিসি উপহার দিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড। রাজনৈতিক লিডার কিংবা আত্মীয়-স্বজনরা মুখ ফিরিয়ে নেবার পর যখন পড়াশুনা বাদ দিয়ে দিবো তখন মা তার সর্বোচ্চ দিয়ে সন্তানের পড়াশুনা ফিরিয়ে দিলো। সার্টিফিকেট গুলো থেকে প্রায় সত্তর হাজার টাকার বিনিময়ে যখন লাল কালির তাগ তুলে বাসে করে লক্ষ্মীপুরের দিকে রওনা দিলাম, তখন মা মাথাটাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলাতে বুলাতে শুধু একটি কথাই বললো। *আজ আমি একজন আইনজীবীর মেয়ে বলে এতবড় কঠিনকে তরল করতে সক্ষম হয়েছি। আমি চাই আমি একজন আইনজীবীর মা হতে* এইচএসসি পরীক্ষার সময় দু'জন পুলিশ ও একজন বিজিবির নিরাপত্তায় একা সবগুলো পরিক্ষা দিতে হয়। মা প্রতি পরিক্ষার দিন রোজা রাখতেন আমার জন্য। সে বছর ৩৯℅ পাশের হারে আমিও ছিলাম। আমি আমার সহপাঠী কিংবা আশেপাশের কেউই সেটা বিশ্বাস করতে পারেনি।
আজ অব্দি কখনো আর্থিকভাবেও নিরাশ হয়নি উনার সাধ্যের সবটুকু থেকে। সর্বোপরি ভাগ্য পরিবর্তন কিংবা সংশোধনের চাবিকাঠি যদি মা'য়ের হাতে থাকতো, তাহলে পৃথিবীর সকল সন্তান-ই সফল হতো।
ভালো থাকুক পৃথিবীর সকল মা।

No comments:

Post a Comment

পারবে তে?

 লেখাঃ রাহী যে মেয়েটার ঝরঝরে খোলা চুলে শাড়ি পড়া ছবি দেখে মুগ্ধ হও,প্রেমে পড়ো সেই মেয়েটা সারাদিন বাসায় ঢিলাঢালা টি-শার্টে আর কোনোরকমে চুলগুলো...