Sunday, August 9, 2020

পারবে তে?

 লেখাঃ রাহী


যে মেয়েটার ঝরঝরে খোলা চুলে শাড়ি পড়া ছবি দেখে মুগ্ধ হও,প্রেমে পড়ো সেই মেয়েটা সারাদিন বাসায় ঢিলাঢালা টি-শার্টে আর কোনোরকমে চুলগুলো উপুড় করে ব্যান্ড দিয়ে আঁটকানো থাকে যা দেখলে মনে হতে পারে কাকের বাসা!


যার ঘন কাজল দেয়া চোখের প্রেমে পড়ো সে মেয়েটার চোখের নিচে কনসিলার দিয়ে ঢাকা দেড় ইঞ্চি ডার্ক সার্কেল,কপালে, গালে ব্রনের দাগ,অ্যাকনে! তুমি যার প্রেমে পড়ো তার মুখে কোনো ব্রন,দাগ কিছুই নেই তার সুন্দর ঠোঁটে একচিলতে হাসি! ২ দিন পরপর মেয়েটার ফেসবুক,ইনস্টাগ্রামে আপলোড করা ছবির প্রেমে পড়ো,মেয়েটার প্রেমে নয়! ফটোশুট করার কিছুক্ষণ আগের মেয়েটাকে দেখে যদি মুগ্ধ হও তবে ঐটা ভালোবাসা,স্রেফ মুগ্ধতা নয়❤


ছবিতে আমরা নিজেকে যতটা পারি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি কিন্তু বাস্তবে ঘুম থেকে উঠে মুখে ব্রণ, ডার্ক সার্কেল দেখি। সারাদিন কাজের শেষে ঘাম হয়,স্কিন অয়েলি হয় আর ছবিতে যে মানুষটাকে দেখো সে অনিন্দ্য সুন্দর, তার ভ্রু জোড়া,আইল্যাশ থেকে শুরু করে কোনো কিছুতে খুত নেই।


আপলোড করা ছবিগুলোর প্রেমে পড়তে পারবে কিন্তু ভালোবাসতে না, ছবিতে যাকে দেখো যে ঐ মানুষটা মিথ্যে! ঐ ছবি দিয়ে বিচার করতে যেয়ো না কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় নিজেকে সুন্দর দেখাতে,মেয়েরা রাত তিনটে বাজেও আয়নার সামনে বসে দিব্যি সাজতে পারে নিজের জন্য!


তার বাহিরের স্বত্ত্বায় তো মুগ্ধ হলে তেল চিপচিপে চুলের গন্ধে, কালো ব্রনের দাগ,ডার্ক সার্কেল দেখে ভালোবাসতে পারবে তো?

No comments:

Post a Comment

পারবে তে?

 লেখাঃ রাহী যে মেয়েটার ঝরঝরে খোলা চুলে শাড়ি পড়া ছবি দেখে মুগ্ধ হও,প্রেমে পড়ো সেই মেয়েটা সারাদিন বাসায় ঢিলাঢালা টি-শার্টে আর কোনোরকমে চুলগুলো...